| Name of Complainant | |
| Date of Complaint | March 15, 2021 |
| Name(s) of companies complained against | zomato |
| Category of complaint | Miscellaneous |
| Permanent link of complaint | Right click to copy link |
| Share your complaint on social media for wider reach | |
- যারা দিনরাত পরিশ্রম করে পরিবারের মুখে খাবার তুলে দিতে জীবন কে বিপন্ন করছে তাদের সাথে এই ব্যবহার আশা করা যায় না। বাড়িতে এসি এর নীচে বসে খাবার অর্ডার করবে, রাস্তার অবস্থা বিবেচনা না করে ফুড ডেলিভারি বয় দের হেনস্থা করে, ওনাদের অপমান করে, মিথ্যে অভিযোগ আনবেন। এগুলো কি সুস্থ মস্তিষ্কের পরিচয়?? এখন রাস্তা ঘাটে কি পরিমান ভীড় কোনো অনুমান আছে??? নিজের বাড়ির মানুষটিও তো কাজে যান। তার একটু দেরি হলেও কি তাকেও হেনস্থা করেন নাকি! এদের কে আমাদের সম্মান করা উচিত। এরাও কিন্তু মা এরই মত আপনার আমার মুখের সামনে খাবার টি এনে দেয়। তার থেকেও বড় কথা মহিলাটির নাকের ক্ষত টি কোনোভাবেই গুতো মেরে ফাটানোর আঘাত নয়। গুতো লাগলে গোটা নাকটা লাল হয়ে যেত, এবং নাকের ভেতর থেকে রক্ত বেরোত। ওটা মহিলার নখ কিংবা আংটি তে আঘাত পেয়ে কেটে যাওয়ার চিহ্ন।
#zomato এর কাছে আমার অনুরোধ ভালো করে বিচার করে তারপর শাস্তির ব্যবস্থা করবেন। কজন কে চাকরী থেকে বের করবেন? এই ধরনের লোকেরা বার বার আপনাদের সংস্থা কে অপমানিত করবে। আপনাদের নিজেদের সম্মান রক্ষার্থে, কর্মীদের সম্মান বাঁচাতে এর যথার্থ ব্যবস্থা নিন।
দাদা টির সাথে আমরা সবাই আছি।