Name of Complainant | |
Date of Complaint | May 25, 2023 |
Name(s) of companies complained against | Slice |
Category of complaint | Cyber Crime |
Permanent link of complaint | Right click to copy link |
Share your complaint on social media for wider reach | |
আমার নাম সেখ মাহমুদুর রহমান,
হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা,
আমি স্লাইস কোম্পানি থেকে একটা ক্রেডিট কার্ড নিয়ে ছিলাম, ৬০০০০ হাজার টাকা ব্যয় করি এবং আর্থিক সমস্যায় আক্রান্ত হয়েও ৪২০০০ হাজার টাকা পেমেন্ট করে দিয়েছি কিন্তু কয়েটা ই এম আই এক মাস করে লেট হওয়ার জন্য মোট ১০০০০ হাজার টাকা প্লান্টি চার্জ নিয়েছে এবং সিবিল রিপোর্ট করেছে, গত ফ্রেব্রুয়ারি মাস থেকে বাকি টাকা দিতে পারিনি কিন্তু আমি বার বার ইমেইল এর মাধ্যমে কোম্পানিকে আমার আর্থিক সমস্যার কথা বলে সময় চেয়েছি কিন্তু আমাকে সময় না দিয়ে বার বার তারা প্লান্টি চার্জ বাড়িয়ে যাচ্ছে এবং বাড়িতে লোক পাঠানোর হুমকি দিচ্ছে ইমেইল এর মাধ্যমে, গত কয়েকদিন আগে আমাকে ইমেইল এর মাধ্যমে হাইকোর্টের নামে একটি নোটিশ পাঠিয়েছে এবং গত কাল সকালে এক ব্যাক্তি ফোন করে কোর্টে উকিল সাথে নিয়ে হাজির দিতে বলেন এবং বলেন আপনি কিছু টাকা পেমেন্ট করে দিলে আপনার কাছে নোটিশ যাবেনা আমি ম্যানেজ করে নেব , এই নম্বর থেকে +917449448638 ফোন এসেছিল, আমি খুবই নার্ভাস তাই ফোন বন্ধ রাখি যেন ভালো করে কাজ করতে পারি কারন বাড়িতে আমার মা প্রায় ১০ বছর যাবৎ অসুস্থ , দয়া করে আমাকে সাহায্য করবেন ।